আপনার ইন্টারনেট স্পীড ২০% বৃদ্ধি করুন আপনার রীজাভ ব্যান্ড্ওয়াইদ্ধ বন্ধ করে রেখে ।

Microsoft windows এর প্রতিটি version তার নিজ দরকারে টোটাল ব্যান্ড্ওয়াইদ্ধ এর ২০% সংরক্ষিত করে রাখে এটা বন্ধ করে দিলেই আপনি সব টুকু ব্যান্ড্ওয়াইদ্ধ ব্যবহার করতে পারবেন ।
এ জন্য আপনাকে প্রথমে start মেনু থেকে run এ ক্লিক করে gpedit.msc লিখে এন্টার করতে হবে ।এখন Local group policy editor নামে একটা বক্স আসবে ।
এখন Local Computer Policy –> Computer Configuration –> Administrative Templates –> Network –> QOS Packet Scheduler –> Limit Reservable Bandwidth এ আসুন ।
ডান দিকের Limit Reservable Bandwidth এ ডাবল ক্লিক করুন দেখাবে not configured কিন্তু আসলে ২০% ব্যান্ড্ওয়াইদ্ধ এখানে ডিফল্ট করা আছে ।

এখন Enable এ ক্লিক করলেই দেখতে পারবেন যে ২০% ব্যান্ড্ওয়াইদ্ধ এখানে ডিফল্ট করা আছে। এটাকে (০) শূন্য করে দিন তারপর Apply করুন।
এখন আপনি ১০০% ব্যান্ড্ওয়াইদ্ধ পাবেন।

About sohelranacse489

I am a student
This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

এখানে আপনার মন্তব্য রেখে যান