বাংলাদেশে তৈরি DOEL NETBOOK দোয়েল নেটবুক

দাম হবে ১২০০০
থেকে ১৪০০০ টাকা। এবার আসুন এক ঝলকে দেখে নেই কি কি থাকছে এই নেটবুকে।

  • ১) ১০.১ ইঞ্চি মনিটর
  • ২) ইন্টেল আ্যাটম N455 ১.৬৬ গিগার্হাজ প্রসেসর
  • ৩) ১ গিগাবাইট র্যা ম DDR3
  • ৪) ২৫০ গিগাবাইট মেমোরি
  • ৫) WiFi
  • ৬) 2 USB Port
  • ৭) 1.3 Mega Pixel ওয়েব ক্যামেরা
  • ৮) Three cell Battery দুই ঘন্টা ব্যাটারি ব্যাকআপ
  • ৯) Three in one card reader
  • ১০) দাম ১২০০০ টাকা থেকে ১৪০০০
    টাকার মধ্যে হবে

১১) ডিফল্ট অপারেটিং সিস্টেম লিনাক্স (তবে এখানে উইনডোস ৭ দেখানো হয়েছে)

দাম ১২০০০ থেকে ১৪০০০

Posted in Uncategorized | এখানে আপনার মন্তব্য রেখে যান

অনেকদিন ধরে তো কম্পিউটার ব্যবহার করছেন, কিন্তু আপনি কি জানেন, আপনার কম্পিউটার ছেলে না মেয়ে??? না জেনে থাকলে এবার জেনে নিন

  • নোটপ্যাড ওপেন করুন।
  • এবার নিচের কোডটি ঝটপট লিখে
    ফেলুন
  • CreateObject(“SAPI.SpVoice”).Speak”i
    love you & i want to marry you”
  • সবশেষে নিচের ছবির মত সেভ করুন computer gender.vbs নামে।
Posted in Uncategorized | এখানে আপনার মন্তব্য রেখে যান

Windows XP তে কোন রকম Burning Software ছাড়াই Cd

প্রথমে
একটি ব্লাঙ্ক সিডি আপনার cd
writer এ
ঢুকান । তারপর যে ফোল্ডারটা write করতে চান তার উপর মাউসের ডান বাটন
ক্লিক করে Send to CD Drive এ ক্লিক করুন । লক্ষ্য
করুন copy
হচ্ছে ।

processing
এর পর My computer এ Cd Drive এর উপর ডান বাটন ক্লিক
করার পর Write
thiss File to Cd. এতাতে
ক্লিক করার
পর next  করুন । আর কোন কিছুর
দরকার নেই,

Posted in Uncategorized | এখানে আপনার মন্তব্য রেখে যান

Nokia N9 (677 Doller)

General

2G Network

GSM 850 / 900 / 1800 / 1900

3G Network

HSDPA 850 / 900 / 1700 / 1900 / 2100

Announced

2011, June

Status

Coming soon

Size

Dimensions

116.5 x 61.2 x 12.1 mm, 76 cc

Weight

135 g

Display

Type

AMOLED capacitive touchscreen, 16M colors

Size

480 x 854 pixels, 3.9 inches

– Gorilla glass display
– Anti-glare polariser
– Multi-touch input method
– Proximity sensor for auto turn-off
– Accelerometer sensor for UI auto-rotate

Sound

Alert types

Vibration; MP3, WAV ringtones

Loudspeaker

Yes

3.5mm jack

Yes

Dolby Mobile sound enhancement; Dolby Headphone support

Memory

Phonebook

Practically unlimited entries and fields, Photocall

Call records

Yes

Internal

16/64 GB storage, 1 GB RAM

Card slot

No

Data

GPRS

Class 33

EDGE

Class 33

3G

HSDPA, 14.4 Mbps; HSUPA, 5.7 Mbps

WLAN

Wi-Fi 802.11 a/b/g/n, Wi-Fi hotspot

Bluetooth

Yes, v2.1 with A2DP, EDR

Infrared port

No

USB

Yes, microUSB v2.0

Camera

Primary

8 MP, 3264×2448 pixels, Carl Zeiss optics, autofocus, dual LED flash

Features

Geo-tagging, face detection, touch-focus

Video

Yes, 720p@30fps

Secondary

Yes

Features

OS

MeeGo OS, v1.2 Harmattan

CPU

1GHz Cortex A8 CPU, PowerVR SGX530 GPU, TI OMAP 3630 chipset

Messaging

SMS (threaded view), MMS, Email, Push Email, IM

Browser

WAP 2.0/xHTML, HTML, RSS feeds

Radio

No

Games

Angry Birds Magic (NFC), Galaxy on Fire 2, Real Golf 2011; downloadable

Colors

Black, Cyan, Magenta

GPS

Yes, with A-GPS support; Ovi Maps

Java

Yes, MIDP 2.1

– MicroSIM card support only
– SNS integration
– Active noise cancellation with dedicated mic
– Digital compass
– TV-out
– NFC support
– Dolby Digital Plus
– MP3/WAV/eAAC+/WMA/FLAC player
– MP4/H.264/H.263/WMV player
– Document editor (Word, Excel, PowerPoint), PDF viewer
– Video/photo editor
– Voice memo/command/dial
– Predictive text input (Swype)

Battery

Standard battery, Li-Ion 1450 mAh (BV-5JW)

Stand-by

Up to 380 h (2G) / Up to 450 h (3G)

Talk time

Up to 11 h (2G) / Up to 7 h (3G)

Music play

Up to 50 h

Posted in Uncategorized | এখানে আপনার মন্তব্য রেখে যান

নকিয়া হ্যান্ডসেটকে মডেম হিসেবে ব্যবহার করে থাকলে ইন্টারনেট গতি বাড়িয়ে নিন

Windows7 :

নকিয়া হ্যান্ডসেটকে মডেম হিসেবে ব্যবহার করলে ইন্টারনেট গতি অনেকের ক্ষেত্রেই ধীরগতির থাকে। এ ক্ষেত্রে কিছু সেটিংস পরিবর্তন করে গতি বাড়িয়ে নেওয়া যায়। প্রথমে NokiaPc Suite দিয়ে কম্পিউটারের সঙ্গে হ্যান্ডসেটটি সংযুক্ত করুন। এরপর Connect to the Internet ব্যবহার করে ইন্টারনেটে সংযোগ দিন। সংযোগ দেওয়া হয়ে গেলে আবার ডিসকানেক্ট করুন।এবার network হতে network and sharing center এ যান।

এখন change adapter setting এ যান।

এখানে nokia phone Bluetooth modem এ লেখার ওপর Right Mouse ক্লিক করে Properties যান এবার Configure ক্লিক করুন।

যে পেইজ আসবে সেখানে Maximum speed (bps)-এর পাশের Box থেকে ক্লিক করে 92160 করে দিন। ok করে বেরিয়ে আসুন।

ইউনডোজ xp জন্যঃ

Start ক্লিক করে Run-এ গিয়ে ncpa.cpl লিখে Enter চাপুন।
এখন যে পেইজ আসবে সেখানে Nokia USB Modem#1 এ রকম একটা লেখা থাকবে। এ লেখার ওপর Right Mouse ক্লিক করে Propertise-এ ঢুকে Configure থেকে Maximum speed (bps)-এর পাশের Box থেকে ক্লিক করে 92160 লিখুন। ok করে বেরিয়ে আসুন।

এবার Nokia USB Modem#1-এ দুবার ক্লিক করে Dial-এ চাপ দিন। দেখবেন নেট কানেক্ট হয়ে গেছে।

আগের চেয়ে ইন্টারনেটে গতি অনেক বেড়ে যাবে। পরবর্তী সময়ে যদি NokiaPc Suite ব্যবহার করে ইন্টারনেট সংযুক্ত করেন, তাহলে এ সেটিংস বদলে যাবে।পুনরায় করে নিতে হবে। সবাইকে ধন্যবাদ

Posted in Uncategorized | এখানে আপনার মন্তব্য রেখে যান

Nokia C6-01 Phone (22800 TK)

General 2G Network GSM 850 / 900 / 1800 / 1900
3G Network HSDPA 900 / 1700 / 1900 / 2100
HSDPA 850 / 900 / 1700 / 1900 / 2100 – American version
Announced 2010, September
Status Available. Released 2010, November
Size Dimensions 103.8 x 52.5 x 13.9 mm, 65 cc
Weight 131 g
Display Type AMOLED capacitive touchscreen, 16M colors
Size 360 x 640 pixels, 3.2 inches
– Nokia ClearBlack display
– Multi-touch input method
– Proximity sensor for auto turn-off
– Accelerometer sensor for UI auto-rotate
– Scratch resistant Gorilla glass display
Sound Alert types Vibration; MP3 ringtones
Loudspeaker Yes
3.5mm jack Yes, check quality
Memory Phonebook Practically unlimited entries and fields, Photocall
Call records Detailed, max 30 days
Internal 340 MB, 256 MB RAM, 1GB ROM
Card slot microSD, up to 32GB, 2GB card included, buy memory
Data GPRS Class 33
EDGE Class 33
3G HSDPA, 10.2 Mbps; HSUPA, 2 Mbps
WLAN Wi-Fi 802.11 b/g/n
Bluetooth Yes, v3.0 with A2DP
Infrared port No
USB Yes, v2.0 microUSB, USB On-the-go support
Camera Primary 8 MP, 3264×2448 pixels, fixed focus, dual-LED flash, check quality
Features Geo-tagging, face detection
Video Yes, 720p@25fps, video stabilization, check quality
Secondary Yes, VGA
Features OS Symbian^3 OS
CPU 680 MHz ARM 11 processor, Broadcom BCM2727 GPU
Messaging SMS, MMS, Email, Push Email, IM
Browser WAP 2.0/xHTML, HTML, RSS feeds
Radio Stereo FM radio with RDS
Games Yes + downloadable
Colors Silver Grey, Black
GPS Yes, with A-GPS support
Java Yes, MIDP 2.1
– Digital compass
– TV-out
– SNS integration
– WebTV
– MP3/WMA/WAV/eAAC+ player
– DivX/XviD/MP4/WMV/H.264/H.263 player
– Document viewer (Word, Excel, PowerPoint, PDF)
– Flash Lite 4.0
– Voice command/dial
– Predictive text input
Battery Standard battery, Li-Ion 1050 mAh (BL-5CT)
Stand-by Up to 408 h (2G) / Up to 372 h (3G)
Talk time Up to 11 h 30 min (2G) / Up to 4 h 30 min (3G)
Music play Up to 50 h
Misc SAR US 1.00 W/kg (head) 1.25 W/kg (body)
SAR EU 1.10 W/kg (head)
Posted in Uncategorized | এখানে আপনার মন্তব্য রেখে যান

হাই স্পিড ডাউনলোড সম্পর্কে সঠিক ধারণা রাখুন

আমার ইন্টারনেট স্পিড কি বাড়ানো সম্ভব?

হ্যা অধিকাংশ ক্ষেত্রেই সম্ভব। ধরুন আপনি ২৫৬ কেবিপিএস (Kbps) এর একটি লাইন ব্যবহার করেন, কিন্তু স্পিড পান ১১-১২ KBps । এর অর্থ এটা নয় প্রভাইডার আপনাকে ১১-১২ KBps সরবরাহ করছে তাই আপনি এর বেশি পাবার ক্ষমতা রাখেন না। লাইনটি শেয়ার করে অনেকে ব্যবহার করার জন্য গড়পড়তায় আপনি ১১-১২ কেবিপিএস পাচ্ছেন।

কিন্তু, তাত্বিকভাবে আপনি ০ থেকে-সর্বোচ্চ ২৫৬ kbps পর্যন্ত যেকোনো স্পিড পাবার ক্ষমতা রাখেন। অর্থাৎ ০-৩২ KBps এর আশেপাশে ওঠানামা করবে (1 KBps=8kbps হিসাবে)

কিছু ফ্যাক্টরের আপগ্রেড করার মাধ্যমে আপনি নেটওয়ার্ক প্রদত্ত সর্বোচ্চ স্পিড পেতে পারেন।

ইন্টারনেট স্পিড কিভাবে বাড়ানো সম্ভব?

1. আপনি যদি গ্রামীণফোনের EDGE কানেকশন ব্যবহার করেন তবে দেখবেন, একই সময়ে একই জায়গায়,
একটি NOKIA N 73 ব্যবহার করে ডাউনলোড স্পিড ১৫ KBps হলে NOKIA 5800 তে পাবেন ২৫-২৯ KBps, যদিও দুটোই EDGE মডেম। এই তারতম্যের কারণ মডেমের Class এর পার্থক্য। EDGE Class 10 এর টেয়ে EDGE Class 32 এ বেশি স্পিড পাওয়া যাবে, কারণ এটি আলাদা আলাদা চ্যানেলের মাধ্যমে বেশি ডাটা শুষে নেয়। সহজ উদাহরণ দেই,

আপনি একটি ট্যাপ ছেড়ে এক বালতি পানি ভর্তি করতে যদি 10 মিনিট লাগলে, তাহলে 2 টি ট্যাপ ছাড়লে 5-6 মিনিটে বালতিটি ভর্তি হবে। অর্থাৎ লাইন যতবেশি হবে, সময় তত কম লাগবে। একইভাবে, চ্যানেল যত বেশি হবে, স্পিড তত বেশি পাওয়া যাবে। তাই ভালো মডেম আপনাকে ভালো স্পিড দেবে।

2. কেবল সংযেগের ক্ষেত্রে ADSL, ব্রন্ডব্যান্ড বা ডায়াল আপ এর কেবলের প্রধান উপাদান কপার ও অ্যালুমিনিয়াম। সুতরাং পুরোনো কেবলের রেজিস্টেন্স বা রোধ বেশি থাকবে এবং ডাটা প্রবাহ কমে যাবে। নতুন কেবলে পারফরমেন্স ভালো আসবে।

আবার কপার তারের চেয়ে ফাইবার অপটিক (অপটিক্যাল ফাইবার) এর রোধ অনেক কম, তাই কেউ যদি অপটিক্যাল ফাইবার দিয়ে সংযোগ নেয় (অনেক ব্যায়বহুল, তবে গ্রাহক চাইলে BTCL ব্যবস্থা করে দেয়) তবে আরো ভালো পারফরম্যান্স পাওয়া যাবে।

3. আপনার কম্পিউটারের প্রসেসর, RAM ইত্যাদি হার্ডওয়্যারের উপরও স্পিড নির্ভর করবে। ইন্টারনেট সিগন্যাল (ডাটা) গুলোকে কম্পিউটার পাঠের উপযোগী করতে প্রসেসর কাজ করে, আবার HTML ল্যাংগুয়েজে রূপান্তরেও এটি কাজ করে। তাই আপনার পিসি যত আধুনিক হবে, প্রসেসিং তত দ্রুত হবে,  স্পিড ও তত বেশি হবে। এজন্য পেন্টিয়াম 3 মানের পিসিতে নেট ব্যবহার করে যে পারফরমেন্স পাবেন, আধুনিক পিসিতে তার চেয়ে কয়েকগুন বেশি ভালো পারফরমেন্স পাবেন।

4. বিভিন্ন ইন্টারনেটের সংযোগ (EDGE, ADSL, ব্রন্ডব্যান্ড বা ডায়াল আপ) এর জন্য আপনার পিসির একটি নির্দিষ্ট রেজিস্ট্রি কনফিগারেশন দরকার হয়। খারাপ করফিগারেশনের কারণে স্পিড কমে যায়। বিভিন্ন টিউনআপ সফটওয়্যার আপনার সংযোগ ও হার্ডওয়্যার বিবেচনা করে উপযোগী কনফিগারেশন প্রদান করে, ফলে স্পিড বেড়ে যায়। তাই এসব সফটওয়্যার একবারেই অকাজের, এমন বলা যাবে না।

ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার (IDM)  কি সত্যিই ডাউনলোড স্পিড বাড়াতে পারে?

হ্যা, জনপ্রিয় ডাউনলোড ম্যানেজার IDM একটি বিশেষ প্রযুক্তি ব্যবহার করে ডাউনলোড সর্বোচ্চ 10 গুন পর্যন্ত বাড়াতে সক্ষম। বিশেষ প্রযুক্তিটি হচ্ছে, একটি ফাইলকে ভেঙ্গে কয়েক টুকরা করে সেই টুকরো গুলো আলাদা আলাদাভাবে ডাউনলোড করা।

ধরুন, দশজন লোক একটি দরজা দিয়ে বের হবে, তাহলে কিছুটা হলেও সময় বেশি প্রয়োজন।

কিন্তু আপনি যদি 10 টি দরজা বানিয়ে দেন, তাহলে 10 জন লোক একবারেই বেরুতে পারবে। সময় লাগবে কম।

একইভাবে, একটি সার্ভার থেকে আপনি একটি ফাইল নামাতে যে সময় লাগবে, সার্ভারে সেটি 10 টুকরো করে আলাদা আলাদা নামাতে সময় অনেক কম লাগবে।

তবে যেসব সাভার্রে ফাইলকে এভাবে ভাঙ্গা যায়না, সেখানে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার দিয়ে ডাউনলোড স্পিড বাড়ানোর কোনো সুযোগ থাকেনা।

যেসব সাইটে ডাউনলোড রিজিউম বা পজ করা যায়, সেগুলোর সবগুলোই IDM এর এই প্রযুক্তিটি সমর্থন করে ফলে উচ্চগতিতে ডাউনলোড করা যায়।

Posted in Uncategorized | এখানে আপনার মন্তব্য রেখে যান

আপনার ইন্টারনেট স্পীড ২০% বৃদ্ধি করুন আপনার রীজাভ ব্যান্ড্ওয়াইদ্ধ বন্ধ করে রেখে ।

Microsoft windows এর প্রতিটি version তার নিজ দরকারে টোটাল ব্যান্ড্ওয়াইদ্ধ এর ২০% সংরক্ষিত করে রাখে এটা বন্ধ করে দিলেই আপনি সব টুকু ব্যান্ড্ওয়াইদ্ধ ব্যবহার করতে পারবেন ।
এ জন্য আপনাকে প্রথমে start মেনু থেকে run এ ক্লিক করে gpedit.msc লিখে এন্টার করতে হবে ।এখন Local group policy editor নামে একটা বক্স আসবে ।
এখন Local Computer Policy –> Computer Configuration –> Administrative Templates –> Network –> QOS Packet Scheduler –> Limit Reservable Bandwidth এ আসুন ।
ডান দিকের Limit Reservable Bandwidth এ ডাবল ক্লিক করুন দেখাবে not configured কিন্তু আসলে ২০% ব্যান্ড্ওয়াইদ্ধ এখানে ডিফল্ট করা আছে ।

এখন Enable এ ক্লিক করলেই দেখতে পারবেন যে ২০% ব্যান্ড্ওয়াইদ্ধ এখানে ডিফল্ট করা আছে। এটাকে (০) শূন্য করে দিন তারপর Apply করুন।
এখন আপনি ১০০% ব্যান্ড্ওয়াইদ্ধ পাবেন।

Posted in Uncategorized | এখানে আপনার মন্তব্য রেখে যান

গ্রামীণ ফোনে ফ্রি মিসকল এলার্ট !!! (১০০% কার্যকরী)

১- মোবাইল এর মেসেজ অপশন এ যান ।

২- কল সেটিং এ ক্লিক করেন ।

৩- কল ডাইভার্ট এ যান ।

৪- ডাইভার্ট ইফ আনরিচেবল এ ক্লিক করুন ।

৫- to a new number এ ক্লিক করুন ।

৬- ”1266” তে divert করুন ।

৭- মোবাইল টা অফ করে দিন ।

৮- আপনার অন্য নাম্বার বা আপনার বন্ধু কে আপনার নাম্বার এ কল করতে বলেন ।

৯-এবার আপনার ফোন অন করেন ।

দেখবেন মেসেজ এসেছে ১২৬৬ থেকে । (u have a voice mail from 01XXXXXXXXXXXX  cALL 1266 to hear voice mail )

আর যে নাম্বার দেওয়া আছে সেটাই হল সেই নাম্বার যে নাম্বার থেকে আপনাকে কল দেওয়া হয়েছিল ।

(সর্তকতাঃ 1266 তে ভুলেও কল দিবেন না !!! টাকা কাটা গেলে আমাকে দোষ দিতে
পারবেন না !! আপনার নাম্বার এ যে কল দিবে তার রেগুলার চার্জ কাটা যাবে )

যদি পোস্ট টি ভালো লাগে তাহলে কমেন্ট দিবেন না ভালো লাগলেও কমেন্ট দিবেন !

Posted in Uncategorized | এখানে আপনার মন্তব্য রেখে যান

“ফ্রী”জেনে নিন গ্রামীনফোন,বালালিংক,এয়ারটেল,সিটিসেল,টেলিটক,রবি-মোবাইল ইতিহাস ও বাংলাদেশের মোবাইল অপারেটরের সমস্ত চলমান সমাধান?

কেমন আছেন সবাই,আশা করি পরম করুনাময়ের ইচ্ছায় সবাই ভাল আছেনএই কামনা করে আজকের টিউন।

ফোনের উদ্ভাবক:

মোটোরোলা কোম্পানিতে কর্মরত ডঃ মার্টিন কুপারকে মোবাইল ফোনের উদ্ভাবকের মর্যাদা দেয়া হয়ে থাকেতিনি ১৯৭৩ সালের এপ্রিলে প্রথম সফল ভাবে এই ফোনের মাধ্যমে কল করতে সক্ষম হন

বাংলাদেশে টেলিকম কোম্পানী লিমিটেড এর একটি যৌথ প্রয়াস।  বাংলাদেশে
মোবাইল ফোন প্রথম চালু হয় ১৯৯৩ সালের এপ্রিল মাসে। Hutchison Bangladesh
Telecom Limited (HBTL) ঢাকা শহরে AMPS মোবাইল প্রযুক্তি ব্যবহার করে
মোবাইল ফোন সেবা শুরু করে এবং ক্রমান্বয়ে সারাদেশে নেটওয়ার্ক বিস্তৃত
করে। বর্তমানে দেশের ৬৪ টি জেলার মধ্যে মোবাইল ফোন সেবা প্রদানের জন্য
অনুমোদিত ৬৪ টি জেলাতেই মোবাইল ফোন এর নেটওয়ার্ক রয়েছে।এছাড়াও মোবাইল অপারেটর গুলো
এসএমএস, ভয়েস এসএমএস, এসএমএস পুশ-পুল সার্ভিস, ভিএমএস, ফ্যাক্স এবং ডাটা
সার্ভিস, ওয়েলকাম টিউন, রিংব্যাক টোন, মিসড কল এলার্ট প্রভৃতি সেবা প্রদান
করে থাকে।সম্প্রতি এটি তার গ্রাহকদের জন্য ইডিজিই বা এ্যাজ সেবা চালু
করেছে যার ফলে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষজনও ইন্টারনেটের
পূর্ণাঙ্গ সুবিধা পাচ্ছে।

বর্তমানে বাংলাদেশে মোট ৬টি মোবাইল ফোন কোম্পানী রয়েছে। এদের মধ্যে ৫টি
জি.এস.এম এবং একটি সি.ডি.এম এ প্রযুক্তির মোবাইল সেবা দিচ্ছে। মোবাইল
কোম্পানীগুলো হল:

* সিটিসেল (সিডিএমএ)

* রবি (পূর্ব নাম একটেল)

* গ্রামীনফোন

* বাংলালিংক (সেবাওয়ার্ল্ডকে কিনে নেয়)

* টেলিটক

* এয়ারটেল (ওয়ারিদকে কিনে নেয়)

এখন আলাপ করা যাক-:

সমস্ত চলমান সমাধান (All mobile solution) বিভাগ=1

 

ইন্টারনেট :

আপনার মোবাইলে সক্রিয় GPRS (বাংলাদেশের জন্য)

#আপনার চলমান   ডিভাইস আপনাকেতে ইন্টারনেট ব্যবহার করতে আপনার চলমানে   GPRS সক্রিয় করতে হবে।

Requirements:

১। একটি   GPRS/EDGE mobile/PDA

২ সমর্থন   করে একটি SIM (গ্রাহক পরিচয় মডিউল) একটি চলমান অপারেটর
উদাঃ Grameen ফোন, Aktel, Banglalink,   Teletalk অথবা Warid   Telecomএর
কার্ড।

৩।   ন্যুনতম পরিমাণ।

Activation:

গ্রামীনফোন:

Wright এবং ৮০৮০তে তে এইটি পাঠান PIN ১২৩৪এর সঙ্গে সমস্ত উত্তর এসএমএস সংরক্ষণ করুন কিছু handsets SMS-based মানসমূহ সমর্থন করে না যেটি নিজে হাতে মানসমূহের মধ্য দিয়ে কনফিগার করেতে প্রয়োজন বোধ করে

সহায়িকা WAP মানসমূহ:

Profile/Settings নাম = GP-WAP

APN (উপলব্ধি করা পয়েন্ট নাম) = gpwap

গেটওয়ে (প্রক্সি) আই.পি. = 10 128 1 2

গেটওয়ে (প্রক্সি) পোর্ট = ৮০৮

হোমপেজ = এইচটিটিপি://wap.gpworld.com

ডেটা বাহক = GPRS

Manual Internet Settings:

Profile/Settings Name = GP-INTERNET

APN (Access Point Name) = gpinternet

রবি:

Robi GPRS মসলা হিসেবে পরিষেবা জানা হয়।   আপনার GPRS সক্রিয় করতে দুই পদ্ধতি   আছে (MMS এবং ইন্টারনেট চাকরি   ও)।

1. Dail *140*7# or visit http://gprs.aktel.com/ and the follow the instructions.

or,

2. Type “*#06#” to see the   IMMI number of your handset.

For example, let your IMMI no is 350143304709722. Write the first 8 digit   down of your IMMI number e.g. 35014330.

Now go to your Message menu and write a sms as follows:

-> For WAP settings: wap 35014330

-> For MMS settings: mms 35014330

-> For Internet settings: web 35014330

and send* it to 8738

এয়ারটেল:

যদি আপনি প্রথম বার   এইটি একটি handset কনফিগারেশন অনুরোধের জন্য আপনার
চলমান   ডিভাইসের দিকে Warid SIM সয়ংক্রিয়ভাবে ভিতরে ঢোকান তারপর চালু
করণেন। যদি   আপনি এইটি গ্রহণ করেন   তারপর একটি ফ্ল্যাশ এসএমএস   একটি
অল্প মিনিটের মধ্যে   উপস্থিত হবেন। মাত্র   মুক্ত এবং আপনার চলমানে
মানসমূহ সংরক্ষণ করুন। তারপর   আপনার handset   GPRS/EDGEএর জন্য
সয়ংক্রিয়ভাবে কনফিগার   করা হবে। ইন্টারনেট   বিশ্ব এখন ব্রাউজ করেন।:)

If the automative sms does not arrive then,

-> Go to Warid Menu

-> Select Self Service

-> Select Multimedia Settings

-> Select Reset Settings

Then you are requested to send a sms. Select YES or Send.

You will soon receive a flash message with the handset settings and this must   be saved in your handset by clicking on “YES”.

বাংলালিংক:

আপনাকে banglalink GPRSএর জন্য আপনার   চলমান নিজহাতে কনফিগার করতে হবে।
১২১তে মাত্র ডাক দেয় এবং   গ্রাহক যত্ন চাকরির একটি   প্রতিনিধির সঙ্গে
যোগাযোগ।

ইন্টারনেট মানসমূহ নিজহাতে:

বৃত্তান্ত নাম: blweb

APN: blweb

প্রোটোকল:   http Wap

বৃত্তান্ত   নাম: blwap

APN: blwap

Proxy/Gateway ঠিকানা:   10 10 55 34 অথবা 010 010   055 034

পোর্ট:   ৮৭৯৯

Protocol: http

টেলিটক:

GPRS সক্রিয় করতে পরিষেবায়।   ‘reg’ অথবা unl লেখুন [অসীম ব্যবহারের
জন্য]   এবং ১১১তে এসএমএস পাঠান। It’ll ৭২   ঘন্টার মধ্যে সক্রিয় করা হয়
এবং   আপনাকে ঘোষণা করা হবে।   তারপর GPRS ব্যবহার করার জন্য আপনার   চলমান
handset কনফিগার করুন:

APN: wap (নিয়মিতের   জন্য) অথবা gprsunl (অসীমের জন্য)

আই.পি.: 192 168 145 101

পোর্ট:   ৯২০১

বিভাগ=2

#জিপি ইন্টারনেট মোডেমে অন্য একটি মোবাইল অপারেটর ইন্টারনেট Sim ব্যবহার করুন

আপনি জানেন যে GrameenPhone ইন্টারনেট মোডেম জিপি ইন্টারনেট মোডেমে
অন্য একটি চলমান অপারেটর   Sim ব্যবহার করতে জিপি ইন্টারনেট   মোডেম,
কিন্তু আজ আমি একটি   নতুন পদ্ধতিতে ডিফল্ট জিপি ইন্টারনেট ব্যবহারটি
অন্য একটি মোবাইল অপারেটর   Simএর সঙ্গে মানসমূহ জন্য don`tন ব্যাখ্যা করে
এবং Grameenphone ইন্টারনেট মোডেমে যেকোন চলমান অপারেটর ইন্টারনেট উপভোগ
করুন। আসুন   পরীক্ষা করি জিপি মোডেমে   অন্য একটি মোবাইল অপারেটর   Sim
ব্যবহার করতে হয় কিভাবে।

আপনার   পিসির সঙ্গে :

  • Connect GP Internet        Modem with your PC Then GP internet Modem Default Software        will Open.
  • Go        To Tools –>Options–>Profile        Management.
  • By        Default GP-INTERNET Profile name have been selected.
  • Now        Select New From Right Side panel.
  • Robi ইন্টারনেটের জন্য.

Profile   Name: Robi-INTERNET

APN   Static/APN : internet Access

Number:*99***1#   Now Enter your Robi Sim Then Select Profile Name Robi-INTERNET Then Click Connect From GP Modem software.

  • এয়ারটেলইন্টারনেটের জন্য.

Profile   Name: Warid-INTERNET

APN   Static/APN : internet Access

Number:*99***1# Now Enter your Warid Sim Then Select   Profile Name Warid-Internet Then Click Connect From Gp Modem software

  • · Banglalink ইন্টারনেটের জন্য.

Profile   Name: Banglalink-WEB

APN Static/APN : blweb Access

Number:*99***1#

Now Enter   your Banglalink Sim Then Select   Profile Name Banglalink-web Then Click Connect From Gp Modem software.

  • Teletalk ব্যবহারকারীর জন্য .

Service Type – No Use No   Pay

APN wap

IP 192.168.145.101

Port (optional) 9201

Service – Monthly/Daily Unlimited

APN gprsunl

IP 192.168.145.101

Port (optional) 9201 Done ,now you can use any Operator Sim in your   GP Internet Modem

  • সিটিসেল
  • All Citycell One, and Citycell One 85 subscribers can      migrate
    to this new price plan by writing Y to 4567 SMS at free of cost.
  • 60 sec. pulse applicable.
  • Tk. 0.20 call setup charge is applicable for Citycell      to
    Citycell, Citycell to other operator and FnF calls in first minute.
  • Upon first successful recharge of Tk. 50 scratch card
    subscriber will receive Tk. 25 bonus talk time and 500 on-net free SMS
    with 5 days validity instantly. Rest Tk. 350 will be disbursed in 7
    equal      installments i.e. Tk. 50 upon recharge of Tk. 100 with 5 days
    validity      each.
  • All bonus talk time is usable for on-net calls only      with Tk. 1.50/min + 15% VAT.
  • 100 MB free data will be given on activation to all new
    connections only with 5 days validity. To activate this offer type 100
    and      send to 9666 (port charge free). Subscribers must require to
    activate this      offer before subscribing to any other data plan.
  • Free SMS can be checked through *887. Free data usage      can be check by writing usage to 811.
  • All permanently disconnected subscribers will avail the      Citycell One new price plan only from the commercial date onwards.
  • 15% VAT applicable in all tariff mentioned above.

বিভাগ=3

Different operator Power menu(all info):

গ্রামীনফোন:  *111#

রবি: *140#

বাংলালিং: *789#

এয়ারটেল: Airtel menu

বিভাগ=4

 

Account   balance

 

Network Dial (For checking balance)
গ্রামীনফোন *566# [Prepaid]12115     [Postpaid]sms: 2000 [Postpaid]
বাংলালিং *124#
এয়ারটেল *778#
রবি *222# or *222#1 or 222
টেলিটক *152#
সিটিসেল *8111

 

বিভাগ=5

সাহায্য(Helpline )

Network Dial
গ্রামীনফোন 121
বাংলালিংক 123
এয়ারটেল 787
রবি 123 or sms to 8123
টেলিটক 1234
সিটিসেল 121

বিভাগ=5

বন্ধু এবং পরিবার সংখ্যা (Friends and family   numbers)

 

 

F&F Procedures:

গ্রামীনফোন:

Value added Features Services SMS Format Send to
F&F Activation 0171XXXXXXX0171XXXXXXX0171XXXXXXX 2888
Change Old No New No 2888
To View F&F or FnF 2888

 

F&F সংখ্যা প্রতি ৩০ দিন পরিবর্তন করা যাবে (হাসি,   Djuice & Xplore.Subscribers)Postpaidএর জন্য প্রযোজ্য: ২৮০০

এয়ারটেল:

আপনার বন্ধু & পরিবার সংখ্যা যোগ   করতে,   আপনার handsetতে এয়ারটেল মেনু   থেকে   নিচে   সহজ   ধাপ   মাত্র অনুসরণ করে:

• বন্ধু এন   পরিবার মেনু   নির্বাচন করে   :To add an FnF number,
select “Add a Number” and then enter your desired   mobile number.

#আপনি একটি   এসএমএস বিজ্ঞপ্তি confirming আপনার FnF শীঘ্রই সদ্যঃ গ্রহন করবেন যোগ   করবেন।

#আপনার SIM জিনের ভেতরে FnF মেনু মুছে   ফেলতে আপনাকে ও   অনুমোদন করে,
প্রতিস্থাপন করুন   এবং   FnF সংখ্যার আপনার তালিকা দেখুন, আপনার
keypadএর একটি   অল্প   সহজ   ক্লিকের মধ্য   দিয়ে   –

•একটি FnF সংখ্যা মুছে   ফেলতে, “Delete একটি Number” এবং নির্বাচন
করুন তারপর একটি   FnF সংখ্যা প্রতিস্থাপন করতে চলমান   সংখ্যা ।

• ঢোকান, “Replace একটি Number” এবং নির্বাচন   করুন তারপর সমস্ত   আপনার FnF সংখ্যা “List FnF Numbers” দেখতে চলমান   সংখ্যা ।

• ঢোকান নির্বাচন   করুন।

রবি:

১। ডায়াল *১৪০#, ‘FnF & Partner’ নির্বাচন করুন এবং নির্দেশাবলী তারপর ২ অনুসরণ করুন। ৮৩৬৩তে এসএমএস (৮fnf) অনুসরণ করে হিসেব:

To SMS     Format Example
Add FnF numbers addFnF numbers**(if you want to enter multiple numbers leave space between them) add 018xxxxxxxx 017xxxxxxxx     019xxxxxxxx
Add Partner number PPartner Number P 018xxxxxxxx
Delete FnF and Partner     number delnumber to be deleted del 018xxxxxxxx
To see current FnF and     Partner list and status FnF
To know about the whole     process Help

Notes:   · ৩ সংখ্যার সর্বোচ্চ FnF থেকে ১ এসএমএস •
সর্বোচ্চ ১ সংখ্যার সঙ্গে সঙ্গী হিসেবে ১ এসএমএস • সর্বোচ্চ ১ সংখ্যার
সঙ্গে FnF হিসেবে মুছে ফেলা হয় যোগ করা হয় যোগ করা যাবে এবং ১ এসএমএসের
সঙ্গে সঙ্গী তালিকা প্রত্যেক FnF •চ্ছে & সঙ্গী সংখ্যা ১৫days • এসএমএস
আধান প্রযোজ্যের পরে পরিবর্তন করা যাবে।

 

বাংলালিং:

*789#

টেলিটক:

Prepaid:

Write ADD 0155XXXXXXX   02XXXXXX 017XXXXXXXX and send SMS to 363.

Postpaid:

FADD   0155XXXXXXX 0155XXXXXXX 0155XXXXXXX 0155XXXXXXX 0155XXXXXXX and send SMS to   363.

 

বিভাগ=6

গ্রাহক সম্পর্ক আধিকারিকের সঙ্গে যোগাযোগ (insta.service)

 

গ্রামীনফোন:

ইমেল:insta.service@grameenphone.com

ওয়েব: http://www.grameenphone.com

Direct Chat: https://icweb.grameenphone.com/

ফোন সংখ্যা:01710000600

একই simএর সঙ্গে চলমান থেকে:121

যেকোন ফোন থেকে: 9882990

Fax: 9882948

 

বাংলালিংক:

ইমেল: info@banglainkgsm.com

ওয়েব:http://www.banglainkgsm.com

ফোন সংখ্যা: ০১৯১১ ৩০৪১২১

একই simএর সঙ্গে থেকে: ১২১

যেকোন ফোন থেকে: +৮৮০১৯১৩১০৯০০৯০১

Fax: 089888370-1

 

এয়ারটেল:

ইমেল:customerserice@bd.airtel.com

ওয়েব: http://www.bd.airtel.com

ফোন সংখ্যা:8801678600786

একই simএর সঙ্গে থেকে: 786

যেকোন ফোন থেকে: +8801678600786

রবি:

ইমেল: 123@robi.com.bd

ওয়েব: www.robi.com.bd

ফোন সংখ্যা:01819 400400

একই simএর সঙ্গে থেকে: 121

যেকোন ফোন থেকে:+8801819234329-01819234333

Fax to +88 02 8832503 ,

টেলিটক:

ওয়েব: www.teletalk.com.bd

ফোন সংখ্যা: 9882585-ext-333   0155-0157750/60

Recharge কার্ড:

Dial *151*13 digit   PIN #

সিটিসেল:

ওয়েব: www.citycell.com

ফোন সংখ্যা: 011 99 121 121

আপনাদের   সুবিধার্থে,

ভালো   থাকুন এই প্রত্যাশা রেখে

“আল্লাহ হাফেজ”।

 

Posted in Uncategorized | এখানে আপনার মন্তব্য রেখে যান